মেয়াদোত্তীর্ণ ঔষধের ছড়াছড়ি, ৬ হাজার টাকা জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: আয়ুর্বেদিক ওষুধ বিক্রয়ে অনিয়ম রুখতে রংপুর নগরীর নবাবগঞ্জ ও সিটি বাজার এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আজহারুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

অভিযানে শক্তি ঔষধালয়, দ্য নারায়ণ ঔষধালয় ও নারায়ণ ঔষধালয়ে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ডিএআর নম্বর এবং পূর্ণাঙ্গ ঠিকানাবিহীন আয়ুর্বেদিক ঔষধ জব্দ করে ভোক্তা অধিদপ্তর। এছাড়াও, কিছু কিছু ঔষধের প্যাকেটের গায়ে প্রকৃত মূল্য মুছে দিয়ে অতিরিক্ত মূল্য বসিয়ে সেলফে প্রদর্শন করা অবস্থায় পাওয়া যায়। কিছু ঔষধের প্যাকেটে খুচরা মূল্যের উল্লেখও নেই। এর মধ্যে দ্য নারায়ণ ও নারায়ণ ঔষধালয় স্থানীয় ভাবে বেশ কিছু ঔষধ তৈরি করে আসছিল।

ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আজহারুল ইসলাম আয়ুর্বেদিক ঔষধ বিক্রির ক্ষেত্রে এ ধরনের অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর হেকিমদের আরও সচেতন ও সতর্ক হতে পরামর্শ দেন।

তিনি বলেন, পরবর্তীতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাজার তদারকিতে ক্যাব রংপুর, মেট্রোপলিটন পুলিশের সদস্য ও সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহায়তা করেন।