অবৈধ ভাবে ক্লিনিক পরিচালনার অপরাধে মালিককে কারাদণ্ড

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনায় অবৈধ ভাবে ক্লিনিক পরিচালনার অপরাধে এর মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে দর্শনা পুরাতন বাজার এলাকার বারাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

দণ্ডপ্রাপ্ত শাওন আক্তার (৩৬) ঝিনাইদহের কোটচাঁদপুর গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ক্লিনিক মালিক শাওন আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করা হয়। ক্লিনিটিতে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা চলছিল। তার স্বামী ফিরোজ আহমেদ ক্লিনিকের চিকিৎসক হিসেবে রোগীদের চিকিৎসা দিতেন। কিন্তু তার না আছে এমবিবিএস ডিগ্রি, না আছে ডাক্তারি পেশার কোনো সনদ বা ডিগ্রি।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, ক্লিনিকটিতে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা চলছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত আসার খবরে পালিয়ে যান তিনি। তাকে তলব করা হয়েছে।