প্রতারণার দায়ে হাসপাতাল সিলগালা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট প্রাইভেট হাসপাতালকে চিকিৎসার নামে মানুষকে প্রতারণার দায়ে জরিমানার পাশাপাশি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে কবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।

এ সময় সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার উপস্থিত ছিলেন।

জানা যায়, ১০ শয্যা বিশিষ্ট কবিরহাট প্রাইভেট হাসপাতালটিতে কোনো মেডিকেল অফিসার অথবা ডিপ্লোমা নার্স নেই। মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার নামে প্রতারণা করে আসছে হাসপাতাল কর্তপক্ষ। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান ইউএনও) ফাতিমা সুলতানা। এরপর তিনি পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে হাসপাতালটি সিলগালা করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লিনিকে কোনো মেডিকেল অফিসার ও একজনও ডিপ্লোমা নার্স না থাকায় মেডিকেল প্র্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৯(চ) ধারা লংঘনের দায়ে ১৩(২) ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও ১০ শয্যা বিশিষ্ট বেসরকারি ক্লিনিকটি মুচলেকা নিয়ে আপাতত বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।