ভারত থেকে মহিষের মাংস আমদানি

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এবার আমদানি হলো মহিষের মাংস। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ট্রাকে করে চার টন মহিষের মাংস আমদানি করে মিড লাইফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

পানামা পোর্ট কর্তৃপক্ষ বলছে, এবারই প্রথম এই বন্দর দিয়ে মহিষের মাংস আমদানি করেছে প্রতিষ্ঠানটি।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‌‘মাংসগুলো এখন পোর্ট অভ্যন্তরে আছে। ছাড়পত্রকরণের মাধ্যমে খালাস করা হবে।’

মাংস আমদানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন মেসার্স অনিক এন্টারপ্রাইজের মালিক অনিক সরকার বলেন, ‘মঙ্গলবার মাংসগুলো আমদানি করা হয়েছে। বুধবার শুল্ক পরিশোধের পর হয়তো মাংসগুলো ছাড় করা হবে।’