রাঙামাটিতে নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে স্বোচ্চার হতে এসপি’র আহবান

পার্বত্য রাঙামাটি জেলার সার্বিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অত্রাঞ্চলে সামাজিক পরিবেশ পরিস্তিতির আলোকে ধর্ষণ,ইভটিজিং,নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ্ বন্ধসহ, যৌতুক এর বিরুদ্ধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে নিজ বাহিনীর অফিসার ও সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।

বুধবার রাঙামাটিস্থ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার রাঙামাটির সর্বত্র কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং কার্যক্রম বৃদ্ধি,গ্রেফতারী পরোয়ানা তামিল,স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলা গোয়েন্দা শাখার কার্যক্রম, তথ্য প্রযুক্তির ব্যবহারসহ প্রভৃতি বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেছেন।