স্যাম্পল ঔষধের প্যাকেটে টেম্পারিং, অভিযানে জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের মিঠাপুকুরে তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় মোট সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার উপজেলার শাল্টি গোপালপুর ও মোসলেম বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।

তদারকি চলাকালে ফার্মেসিতে দেখা যায়, বিভিন্ন প্রাণীজ ঔষধের স্যাম্পলে ইচ্ছাকৃত ভাবে কলম দিয়ে মূল্য বসিয়ে বিক্রি করা হচ্ছে। এছাড়াও সেখানে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।

এদিকে, দুটি রেস্তোরাঁতে মূল্য তালিকা প্রদর্শন না করা, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার ও কোল্ড ড্রিন্ক্স সংরক্ষণসহ নানা অপরাধে মোট সাড়ে আট হাজার টাকা আর্থিক জরিমানা করে তদারকির নিষ্পত্তি করেন তিনি।

এ সময় সহায়তা করে ক্যাব রংপুর ও মিঠাপুকুর থানার পুলিশ।