খাদ্যে নিষিদ্ধ রং মেশানোয় ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বগুড়ায় খাদ্যে নিষিদ্ধ রং মিশ্রণ, খাবার সংরক্ষণে অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে একটি হোটেলের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে সদর উপজেলার কলোনি এলাকার ‘চিটাগাং নূর হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে’ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি বলেন, ‘বুধবার শহরের লতিফপুর কলোনি এলাকার ‘চিটাগাং নূর হোটেল’কে আর্থিক দণ্ড দেয়া হয়েছে। মূলত খাদ্যে নিষিদ্ধ রং মিশ্রণ, খাবার সংরক্ষণে অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তাদের জরিমানা করা হয়। তাদের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

অভিযানে সহযোগিতা করেন বগুড়া জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ রাসেল।

তাদের সঙ্গে ছিল জেলা পুলিশের একটি বিশেষ দল।