চট্টগ্রামে ৫ হোটেল-রেস্টুরেন্টেকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হোটেল-রেস্টুরেন্টকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযানের নেতৃত্ব দেন।

প্রতীক দত্ত বলেন, অভিযানে রেস্টুরেন্টের ফ্রিজে বাসি কাবাব এবং লেগ রোস্ট সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, মেয়াদোর্ত্তীণ বিভিন্ন মসলা ও রান্নার উপকরণ ব্যবহার এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরির দায়ে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন তানুর কাবাব রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, বহদ্দারহাট মোড়ের আলিফ রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা, মুনসুরাবাদ এলাকার নিউ মেহমান হোটেলকে ৫ হাজার টাকা এবং কাশেম হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বহদ্দারহাট এলাকার লাইসেন্স না থাকায় দ্য ব্লু মুন নামের একটি আবাসিক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয় এবং এক মাসের মধ্যে লাইসেন্স করার নির্দেশনা দেওয়া হয়।