৫ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৮০ টাকা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: যশোরে বাজারে নতুন রেকর্ড গড়েছে ব্রয়লার মুরগির দাম। পিছিয়ে নেই খাসি এবং গরুর মাংসের দাম। খামারিরা মুরগির সরবরাহ কমিয়ে দেওয়ায় গত ৫ দিনের ব্যবধানে কেজি প্রতি ৮০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম হয়েছে ২৩০ টাকা।

যশোরের বড় বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পালবাড়ি মোড় কাঁচাবাজার, ধর্মতলা ও পুলেরহাট কাঁচাবাজারে মাংসের দোকান থেকে এ তথ্য জানা যায়।

ব্যবসায়ীরা জানান, বুধবার ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৩০ টাকা করে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। খামারিরা ব্রয়লার মুরগির সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে এমন অস্থিরতার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন তারা।