রাজশাহীতে ডিমের দোকানে অভিযান, ১৭ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীতে দুই দোকানীকে নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বেলা ১২টার দিকে মহানগরীর সাহেববাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যাল‌য়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ও জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মাসুম আলী।

অভিযানে সাহেববাজারের আহমেদ ডিমের দোকানীকে পাঁচ হাজার ও রেইনবো পেইন্সকে ১২ হাজার জরিমানা করা হয়। এছাড়াও অন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় কার্যাল‌য়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ডিমের বাজারে অসাধু ব‌্যবসায়ী‌দের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, রাজশাহীতেও ব্রয়লার মুরগির ডিমের দাম লাগামহীন হয়ে পড়েছে। আকার ভেদে খুচরা ৫০ থেকে ৫৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে ডিম। আর পাইকারি ১০০ ডিমের দাম এক হাজার ২৫০ টাকা থেকে এক হাজার ৩৭৫ টাকা।