পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ১১ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরগুনার বেতাগীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌর বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

তিনি বলেন, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বেতাগীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি মুদি দোকান, ফার্মেসি এবং জ্বালানি তেলের দোকান মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বেতাগী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।