এশিয়ান ফুডসের ফ্রিজারে দইয়ের সঙ্গে কাঁচা মাংস

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরীর কেল্লাবন্ধ এলাকায় এশিয়ান ফুডস নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।

বৃহস্পতিবার সকালে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে এশিয়ান ফুডস নামক প্রতিষ্ঠানে নোংরা পরিবেশের পাশাপাশি ফ্রিজে কাঁচা মাংস এবং উৎপাদিত দই একইসঙ্গে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ছয় হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয় ৷

পরে বেতারপাড়া এলাকায় একটি ফার্মেসি ও একটি মাংসের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও দাঁড়িপাল্লার বাটখারায় সঠিক মাপের কারচুপির কারণে ওই একই আইনের আওতায় মোট চার হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন বিভাগের সরকারী পরিচালক মো. আরিফ মিয়া।

সে সময় উপস্থিত ছিলেন কাব রংপুরের প্রতিনিধি ৷