দোকানে মজুত রাখা ২৭৫ বস্তা সার জব্দ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে এক ব্যক্তির দোকানে মজুত রাখা ২৭৫ বস্তা সার ও অবৈধ বালাইনাশক জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।

বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড়ের ফকিরপাড়া সোলায়মান নামের ওই ব্যক্তির দোকান থেকে এসব সার ও বালাইনাশক জব্দ করা হয়।

জব্দ সারের মধ্যে রয়েছে ইউরিয়া ১২৫ বস্তা, ডিএপি ১২৬, এমওপি ১২ ও টিএসপি ১২ বস্তা। এছাড়াও বিপুল পরিমাণ অবৈধ বালাইনাশক ছিল।

কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই সোলায়মান সার মজুত রেখে রাতের আঁধারে বগুড়ার সারিয়াকান্দিতে পাচার করতো। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সহযোগিতায় বৃহস্পতিবার মধ্য রাতে তার দোকানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ সার ও অবৈধ বালাইনাশক জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় অভিযুক্ত সোলায়মানকে পাওয়া যায়নি। জব্দ সার ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে নায্যমূল্যে বিক্রি করা হবে। বিক্রিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।