ফেনীতে ২ আবাসিক হোটেলকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফেনী শহরে নিবন্ধন (লাইসেন্স) না থাকায় দুটি আবাসিক হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী ও মুক্তা গোস্বামী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী জানান, হোটেল-রেস্তোরাঁ আইন অনুযায়ী নিবন্ধিত না হওয়ায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে হোটেল রিলাক্সকে ১০ হাজার টাকা এবং মহিপালে হোটেল সিটি ইন-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানে পুলিশের একটি দল অংশ নেয়।