পোশাক শ্রমিকদের চান্দিনা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

কুমিল্লা জেলা প্রতিনিধি:

বেতনের দাবিতে  কুমিল্লার চান্দিনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের হাড়িখোলা এলাকায় ডেনিম পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টা থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মাহসড়ক সংলগ্ন ডেনিম পোশাক কারখানার শ্রমিকরা হাড়িখোলায় সড়ক আবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে চান্দিনার কুটুম্বপুর পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কাজ করছে। উত্তেজিত শ্রমিকদের অবরোধ তুলে নিতে বোঝানো হচ্ছে। আশা করি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ওসি মো. জিয়াউল চৌধুরী জানান।