হাইওয়ে সুইটসকে লাখ টাকা জরিমানা

নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকার হাইওয়ে সুইটস কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে হাইওয়ে সুইটসের কারখানার বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সহায়তা করেন।

জনস্বাস্থ্য ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।