চিংড়িতে অপদ্রব্য পুষ করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুষ করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার বয়ারসিং এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বয়ারসিং এলাকার মাছ ব্যবসায়ী দিপংকর সানা চিংড়িতে অপদ্রব্য (জেলি) পুষ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহনযোগে শহরে নিয়ে যাচ্ছে। বিষয়টি ইউএনও সাহেবকে জানানো হয়। তিনি তাৎক্ষণিক ভাবে ওই এলাকার সুন্দরবুনিয়া ব্রিজের নিকট পৌঁছে পরিবহনটি চ্যালেঞ্জ করে চিংড়িগুলো পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগের সত্যতা পান।

তিনি বলেন, এ অপরাধে মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমান করে আদায় করা হয়। সেই সঙ্গে প্রায় ৭০ হাজার টাকা মূল্যমানের ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে তা নষ্ট করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগীতা করে পুলিশ, নির্বাহী কর্মকর্তা ও মৎস্য দপ্তরের কর্মচারীরা।