মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়ায় তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধের ফ্রিজে মাংস সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করে বেশি মূল্যে পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।

সোমবার উপজেলার সাটুরিয়া বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল বলেন, ‘সাটুরিয়া বাজারে সকাল থেকে অভিযান চালিয়ে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ক্রয় রশিদ সংরক্ষণ না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বসাক স্টোরকে পাঁচ হাজার টাকা, কালাম এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধের ফ্রিজে মাংস সংরক্ষণ করার অপরাধে একটি ফার্মেসীকে সাত টাকা জরিমানা করা হয়।’

এ ছাড়া রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে উপস্থিত ব্যবসায়ীদের সচেতন করা হয় বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করে জেলা ক্যাব, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ৩৬ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।