ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানিকগঞ্জে ক্যাবের মানববন্ধন

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অস্বাস্থকর, অনিরাপদ ও ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রচন্ড গরমে কাজ করা শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও জেলা ক্যাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ক্যাবের সাধারণ সম্পাদক এ বি এম সামছুন্নবী তুলিপ, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিল্পব চক্রবর্তী, আরটিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গির আলম বিশ্বাস, এনপিআই এর অধ্যক্ষ প্রকৌশলী মো. ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ড্রামের তেলের মধ্য পুষ্টিকর কোনো কিছুই থাকে না। সয়াবিনের নামে ক্রেতাদের ধোঁকা দিয়ে পামওয়েল বিক্রয় করে। এই তেলের রান্না করা খাবার খেয়ে মানুষ অসুস্থ্য হয়। ভোজ্যতেলের ড্রামের গায়ে কোনো কোম্পানির নাম উল্লেখ না থাকায় ড্রামে ভেজাল তেল বিক্রয় হয়ে থাকে। সে কারণের কোনো কোম্পানির নামে আইনগত ব্যবস্থা নিতে পারেনা প্রশাসন।