বরগুনায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরগুনায় অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বিকেলে ভোক্তা অধিদপ্তরের বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বরগুনা সদর উপজেলার সদর রোড, কাজী নজরুল ইসলাম সড়ক ও বাজার রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার/বিক্রয় করার অপরাধে লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে লিজা এন্টারপ্রাইজকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের জন্য প্রদর্শন করায় মা ট্রেডার্সকে পাঁচ হাজার এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি হোটেলকে দুই হাজারসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম শামীম এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব‌্যাহত থাকবে।