গাইবান্ধা সদরের পার্কভিউ মার্কেটে তদারকি অভিযান

মোঃ আহসান উল হক তুহিন: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় ও গাইবান্ধা জেলা কার্যালয় যৌথভাবে স্থানীয় পার্কভিউ মার্কেটে তদারকি অভিযান পরিচালনা করেছে।

এতে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মো: জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন ও গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুস ছালাম। এ তদারকি অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়। তদারকি চলাকালীন আমদানিকারক বিহীন বিদেশি প্রসাধনী বিক্রয় করা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করার অপরাধে মেসার্স আলতাব স্টোরকে ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা, মেসার্স দুলু এন্ড সন্সকে ৬,০০০/- (ছয় হাজার) টাকা এবং টপ কালেকশনকে ৩,০০০/- (তিন হাজার) টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।
এ তদারকি অভিযান পরিচালনায় সহায়তা করেন গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস টিম।
জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।