সিরাজদিখানে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার সিরাজদিখান বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

এ সময় এলপিজি সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দোকান দুটিকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

এছাড়া, মিলন স্টোর ও মফিজ ফল ভান্ডারকে একই অপরাধে আরও চার হাজার টাকা করে জরিমানা করা হয়।

চিনি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূ্ল্যে বিক্রয় করা অপরাধে ভোক্তা আইন ৪০ ধারায় মধু পাল স্টোরকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাঁচটি প্রতিষ্ঠানকে মোট নয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার ক্যাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহের হোসেনসহ পুলিশের একটি দল।