রমনায় ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর রমনায় অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে মঙ্গলবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।

অভিযানে কাপড়ের রং এর স্থায়ীত্বের উপর বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনার করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক মালিবাগের ফরচুন শপিং কমপ্লেএক্সের স্বদেশ পল্লীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে অপর একটি প্রতিষ্ঠান ডি. এফ পয়েন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট বাজারে মাছ-মাংসের দোকান, চালের আড়ৎ, কাঁচাবাজার, মাছের বাজারসহ ইফতার সামগ্রীর দোকানসমূহে মনিটরিং করা হয়। দোকানসমূহে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করার বিষয়ে বিএসটিআই অফিসে দ্রুত যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. রাশেদ আল মামুন ও পরীক্ষক (মেট্রোলজি), মো. মামুনুর রশীদ।

এছাড়াও, অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন ও মো. শহীদুল আলম।