৫০ কেজি পচা মাছ-মাংস জব্দ, জরিমানা এক লাখ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে অভিযান চালানো হয়।

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারের বিভিন্ন দোকান থেকে প্রায় ৫০ কেজি পচা মাছ-মাংস জব্দ করা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হয়। এছাড়া গরুর মাংসে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টেক্সটাইল রং ব্যবহারের দায়ে এক দোকানিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে ওই দোকানের মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে সমন্বিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য শাহনওয়াজ দিলরুবা খান।

অভিযান পরিচালনাকালে কাঁচাবাজারের বিভিন্ন দোকান থেকে প্রায় ৩০ কেজি খাবার অনুপযোগী গরুর মাংস ও ২০ কেজি পচা মাছ জব্দ ও ধ্বংস করা হয়। গরুর মাংসে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টেক্সটাইল রং ব্যবহারের দায়ে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।