মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ বিদেশি প্রসাধনী সামগ্রী, শিশু খাদ্য বিক্রি এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রীর মোড়কের গায়ে আমদানি কারকের নাম ঠিকানাযুক্ত স্টিকার, এমআরপি না থাকায় তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার পুরান ঢাকার চকবাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম এবং মোঃ শাহ আলম।

অভিযানে ফজলু করপোরেশনকে এক লক্ষ টাকা, চিটাগাং স্টোরকে ৫০ হাজার টাকা এবং মৌসুমী ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চকবাজারে অভিযান চালানো হয়। আমাদের কাছে তথ্য ছিল চকবাজারে বিভিন্ন বিদেশী পণ্য বিক্রি করা হচ্ছে। যা রাজধানীসহ সারা দেশের খুচরা ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে। বিদেশী বেশিরভাগ পণ্যের সঠিক আমদানীকারক নেই। এছাড়া মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী পাওয়া যায়। প্রাথমিকভাবে এসব প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই ভুল করলে বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে।