পেঁয়াজের দাম বেশি রাখায় সারাদেশে ১২২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পেঁয়াজের দাম বেশি রাখাসহ বিভিন্ন অভিযোগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১২২টি প্রতিষ্ঠানকে আট লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভোক্তা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অভিযান পরিচালনা করেছে। ঢাকা মহানগরে অধিদপ্তরের তিনটি টিম অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন জেলায় মোট ৫০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।