খিলগাঁওয়ে বিএসটিআই’র অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর খিলগাঁওয়ে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে দুটি আইনে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে বুধবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য ‘কেক, বিস্কুট, ব্রেড, ফার্মান্টেড ও মিল্ক’ উৎপাদন, বিতরণ, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে সিপাহীবাগ, টেম্পো স্ট্যান্ডের বিক্রমপুর ডেইরি এন্ড ফুডস স্টোকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় একই অপরাধে প্রতিষ্ঠানের পণ্য বিভিন্ন ব্রান্ডের ভোলি বিস্কুট, বিস্কুট, পনির, সল্ট, চকোলেট, কুকিজ, বেবী সল্ট, বিস্কুট বিক্রয়, বিতরণ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে মেসার্স কেক টাউনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত একই এলাকায় অবস্থিত স্টার এ্যারাবিয়ান ফুড প্রতিষ্ঠানের পণ্য বিস্কুট, বন পাউরুটি, ব্রেড- বিক্রয়, বিতরণ, উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এছাড়া, তালতলা সিটি, সুপার মার্কেট এলাকায় অবস্থিত মুন সিটি ও মাদার কেয়ার পার্লার গ্যালারীর নিষিদ্ধ পণ্য ধ্বংস করা হয়। পাশাপাশি ওই মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দোকান মালিকদেরকে অবহিত করা হয় যেন লাগেজ পণ্য, নিষিদ্ধ পণ্য ও বিএসটিআই’র ছাড়পত্রবিহীন কোনো পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত না করা হয়। সেই সঙ্গে সতর্কতামূলক পরামর্শসহ বিএসটিআই’র লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া ও পরিদর্শক (মেট্রোলজি) আহমেদ হোসেন।

-এসআর