শিশু খাদ্যে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার, বঙ্গ সি ফুডকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: শিশু খাদ্য তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, ওজনে কম দেয়াসহ বিভিন্ন ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে বঙ্গ সি ফুড প্রডাক্টসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার গাজীপুরেটঙ্গী এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, তদারকিকালে রবিনহুড ড্রিংকস, মিস্টার এডিবল জেল, আচার শিশু খাদ্যসহ মুড়ি, সরিষার তেল, টোস্ট বিস্কুট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মাংসের মসলায় বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্স নেই। অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে অবৈধ ভাবে এসব খাদ্য সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণসহ বাজারজাত করছিল কোম্পানিটি। এছাড়া শিশু খাদ্য তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, ওজনে কম দেয়া, বিভিন্ন কেমিক্যাল যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, ল্যাবের ফ্রিজে বিভিন্ন রিএজেন্টের সঙ্গে পঁচা কাঁচা মরিচ ও গুড় সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায়।