সুযোগে আবারও বেড়েছে নিত্য পণ্যের দাম

চাল এবং সবজির দাম ঊর্ধ্বমুখী। বর্ষা মৌসুমে সবজির দাম কমার কথা থাকলেও লকডাউনের প্রভাবে এবার সবজির দাম বাড়তি। পাশাপাশি চালের দাম তো কমছেই না। ২ থেকে ৩ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম।

গত সপ্তাহে যেখানে মোটা পাইজাম চালের খুচরা মূল্য ছিল প্রতি কেজি ৪৫-৪৬ টাকা টা কেজিতে ২ টাকা বেড়েছে। এছাড়া প্রতি কেজি বিআর-২৮ চাল ৪৮-৫০, মিনিকেট ৬০-৬২ ও নাজিরশাইল চাল ৬৮-৭০ টাকায় বিক্রি হয়েছে।

গত সপ্তাহে যেসব সবজি ৫০ টাকার মধ্যে পাওয়া যেত তা এখন বিক্রি হচ্ছে বাড়তি দামে। করলা কেজি প্রতি ৭০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, পটোল, কাঁকরোল, ঢেঁড়স, বেগুন, চিচিঙ্গা কেজি প্রতি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। গতকাল ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫০ টাকা কেজি। তবে অপরিবর্তিত রয়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগি ও লাল লেয়ার মুরগি। লেয়ার মুরগির কেজি বিক্রি হয়েছে ২৩০-২৪০ টাকা। আর সোনালি মুরগির কেজি বিক্রি হয়েছে ২০০-২৩০ টাকা। মুরগির পাশাপাশি দাম অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের। গরুর মাংসের কেজি বিক্রি হয়েছে ৫৮০-৬০০ টাকা। আর খাসির মাংস ৮০০-৯০০ টাকা।