কুষ্টিয়ার খোকসায় ভেজাল গুড় কারখানা, ২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া, ২৫ মে শনিবারঃ আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে, খোকসা উপজেলা বাজারে গুড় উৎপাদক দিলীপ ট্রেডার্সে নোংরা পরিবেশে চিনি,পানি,ফিটকিরি, রং ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করায় প্রতিষ্ঠানের মালিক রাজকুমার বিশ্বাসকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা ৪২ ও ৪৩ অনুসারে, ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানকালে দোকানে বিক্রির জন্য রাখা গুড়ের মধ্যে খাবার অযোগ্য ফিটকিরি, চিটাগুড়, পোকামাকড় টিকটিকি, তেলাপোকা ও মৃত মাছি দেখা যায়। জানা গেছে এখান থেকে প্রতিদিন শতাধিক মণ গুড় তৈরি করে জেলার বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল। অভিযান শেষে খাবার অযোগ্য ঘোষিত ১৫ মন গুড় জেলা স্যানিটারি পরিদর্শক ও পুলিশের উপস্থিতিতে নষ্ট করা হয়। উল্লেখ্য যে গত ১৬ মে বৃহস্পতিবার, একই বাজারে ‘মাতৃভান্ডার’ নামের দোজালী গুড়ের কারখানার মালিক, নিত্য গোপাল বিশ্বাসকে অনুরূপ অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছিল কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।