ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি আত্মঘাতী সিদ্ধান্ত

ভোক্তাকন্ঠ ডেস্ক: পেঁয়াজের মৌসুমে ছয় মাস আমদানি বন্ধের দাবি জানিয়েছে কৃষক পক্ষের সচেতন নাগরিক সমাজ। তারা বলেন, মৌসুমকালীন পেঁয়াজ আমদানির কারণে চাষিরা ক্ষতির মুখে পড়ছেন। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি আত্মঘাতী সিদ্ধান্ত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তারা এ দাবি জানান।

সমাবেশের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, আমাদের কৃষকরা ভরা মৌসুমে লাভের আশায় পেঁয়াজ চাষ করেন। কিন্তু আমাদের ভরা মৌসুমে দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত। ফলে সারাদেশের পেঁয়াজ চাষিরা কষ্টে আছেন। আজ তারা ৬০০ টাকা মণে পেঁয়াজ বিক্রি করছেন অথচ তাদের খরচ পড়ছে প্রায় ১ হাজার টাকা। তাই সরকার যেন ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করে আমাদের কৃষকদের সহায়তা করে।

তিনি বলেন, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। সরকারের কাছে আবেদন, ভরা মৌসুমে যেন পেঁয়াজ আমদানি করা না হয়। যদি ছয় থেকে আট মাস পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধ করা যায়, তাহলে কৃষক পেঁয়াজ চাষে উৎসাহিত হবে। পরবর্তী তিন-চার বছরের মধ্যে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবো। এজন্য দরকার আমাদের সচেতনতা এবং পরিকল্পনা।