বনলতা সুইটস ও পিউরো পেস্ট্রিকে জরিমানা করলো বিএসটিআই

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার সকালে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত মধু, বিস্কুট, চকোলেট, চিপস, ফ্রুট জুস এর ছাড়পত্র গ্রহণ না করায় এবং পাউরুটি, বিস্কুট, কেক পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় বনলতা সুইটস এন্ড বেকারি এবং পিউরো পেস্ট্রি এন্ড বেকারী কে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা  ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় উভয় প্রতিষ্ঠানকে  ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।