চট্টগ্রামে অভিযান, পণ্য জব্দ ও জরিমানা আদায়

চট্টগ্রাম, ২০ মে বুধবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক প্রিয়াংকা দত্তের নেতৃত্বে আজ হালিশহর থানায় এক বাজার অভিযান পরিচালিত হয়। এসময় মেসার্স হাউজফুল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪৫ অনুযায়ী প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা এবং ভেজাল রেডবুল এনার্জী ড্রিঙ্ক ধ্বংস করা হয়। মেসার্স শাহজাহান স্টোরকেও ধারা ৪৫ অনুসারে পাঁচশত টাকা এবং নিষিদ্ধ ঘোষিত দুই প্যাকেট প্যাকেট সান চিপস জব্দ করে।

নকল ওষুধ বিক্রয়ের অপরাধে দি জনি ফার্মেসীকে, ধারা ৪১ নং অনুযায়ী এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে এবং দুই প্যাকেট নকল ডায়াবেটিক স্টিক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক প্রিয়াংকা দত্ত ভোক্তাদের অধিকার রক্ষায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে আশ্বাস করেন সবাইকে।