অনুমোদন ছাড়া মুড়ি বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়া মুড়ি বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার রাজধানীর খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়।

জানা যায়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য মুড়ি বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতিরেকে বিক্রয় ও বাজারজাতের অপরাধে মেসার্স রুপসা অটো মুড়ি ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই এর ছাড়পত্র/অনুমোদন ব্যতীত পণ্য ফ্রুট ড্রিংকস, বিস্কুট, চিপস ইত্যাদি বিক্রয়-বিতরণের অপরাধে লাভল্যান্ড (সুপার শপ) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম।

আরইউ