কেক তৈরিতে মেয়াদোত্তীর্ণ রং, ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরিশালে অস্বাস্থ্যকর প‌রি‌বেশ ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করে কেক তৈরি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপু‌রে নগরের বিএম ক‌লেজ রো‌ডের থ্রি এস পে‌স্টি শ‌পে অভিযান প‌রিচালনা করেন জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট লা‌কি দা‌স।

তিনি জানান, থ্রি এস পে‌স্ট্রি শপ‌ বিএসটিআই’র লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার ও অস্বাস্থ্যকর প‌রি‌বেশে পণ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও রং ধ্বংস করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় নগরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।