অতিরিক্ত ভাড়া আদায় করায় অটোরিকশাচালকদের জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে আটটি মামলায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের নয় হাজার টাকা জরিমানা করেছে জেলা ট্রাফিক বিভাগ ও উপজেলা প্রশাসন।

শনিবার ট্রাফিক ইনচার্জ ও পুলিশ সার্জেন্ট পরবীল কুমার নাথ যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল।

ট্রাফিক ইনচার্জ (শহর ও যানবাহন) মো. ইকবাল পারভেজ বলেন, রায়পুর শহরে যানজট, অবৈধ পার্কিং, অবৈধ পরিবহন চলাচলে কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক বিভাগ। এছাড়া অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।