৬ তারিখে তৈরি কেক, ৮ তারিখ লিখে বাজারে যায়

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরীর বাবু পাড়ায় অবস্থিত ‘স্বাদ বেকারী’তে খাদ্য উৎপাদন বিষয়ক নানা রকম অসঙ্গতি ধরা পড়লো জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে।

বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের দল আভিযানে যায়। ওই প্রতিষ্ঠানের স্টোর রুমে গিয়ে পাওয়া গেল আগামী ০৮ সেপ্টেম্বর উৎপাদনের মেয়াদ দেয়া বিভিন্ন ধরনের কেক ৷

এছাড়াও, প্রোডাকশন রুমে গিয়ে পাওয়া গেল নিষিদ্ধ রংসহ নানা প্রকার অননুমোদিত রাসায়নিক পদার্থ ৷ যার সঠিক ব্যাখ্যা প্রতিষ্ঠানটির মালিকদ্বয় দিতে পারেননি ৷ এ কারণে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও মো. আরিফ মিয়া ৷

আরও উপস্থিত ছিলেন ক্যাব রংপুরের প্রতিনিধি, ডিএনসিআরপি’র গবেষণাগার সহকারী এবং মেট্রোপলিটন পুলিশ সদস্যরা৷

পরে আশরতপুর এলাকায় তদারকি চলাকালীন আরও দুটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানোসহ নানা কারণে ভোক্তা-অধিকার আইনের বিভিন্ন ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।