বাঁশখালীতে চার বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত এবং লেভেলবিহীন খাদ্যপণ্য বাজারজাতকরণের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে চারটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার মিয়া বাজার ও টাইম বাজারে খাদ্যপণ্য উৎপাদনকারী এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে জলদি এলাকার আল্লাহর দান বেকারিকে ২০ হাজার টাকা, টাইম বাজারের আমানত বেকারিকে ১০ হাজার টাকা, মিয়া বাজারে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা এবং একতা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত, লেভেলবিহীন খাদ্যপণ্য বাজারজাতকরণ, খাদ্যপণ্যে মানব শরীরের জন্য ক্ষতিকারক অ্যামোনিয়া ও অপরিশোধিত আয়োডিনবিহীন লবণ উচ্চমাত্রায় ব্যবহার করায় বেকারিগুলোকে জরিমানা করা হয়।