মসলায় কাপড়ের রঙ মিশিয়ে বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সুনামগঞ্জর জগন্নাথপুরে কাপড়ের রঙ মেশানো গুড়া মসলা প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে উপজেলার বিভিন্ন মিল ও দোকান ঘুরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

অভিযানে শাহজালাল মসলা প্রোডাক্ট অ্যান্ড রাইস মিলকে গুড়া মসলায় কাপড়ের রঙ মিশিয়ে বাজারজাত করার দায়ে দুই লাখ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে হাজী নান্না বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শফিকুল ইসলাম বলেন, জগন্নাথপুরে খাবারের মসলায় কাপড়ের রঙ ব্যবহার করে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছি। সেই সঙ্গে আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।