কমলগঞ্জে ভোক্তা-অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন, কৃষি কর্মকর্তা জনি খান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসীদ আলী, কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সফি প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তা-অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।