বাঘায় ৩ দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে তিনটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা-অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী এ জরিমানা আদায় করেন।

ভোক্তা অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, আইন ২০০৯ এর ধারায় অপরিস্কার ও উৎপাদনের এবং মেয়াদ না থাকায় আড়ানী পৌর বাজারে পাল মিষ্টান্ন ভান্ডারকে ছয় হাজার টাকা, বৃষ্টি মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা ও দিলিপ ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় সঙ্গে ছিলেন বাঘা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আবদুল হান্নান।