মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার উপজেলার ব্রাহ্মণবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারে অবস্থিত সেফুল উদ্দিন চৌধুরী স্টোরকে ৫ হাজার টাকা, পলাশ এন্ড প্রকাশ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।