কমলগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার উপজেলার শমসেরনগরসহ বিভিন্ন জায়গায় বেকারী ও রেস্টুরেন্টে তদারকি করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

তদারকিকালে প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে খাদ্যপণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা খাদ্য পণ্যের সঙ্গে রান্না করা খাদ্য সংরক্ষণ করা, খাদ্যপণ্যের সঙ্গে নিষিদ্ধ রং মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত কাজী বেকারীকে ৩০ হাজার টাকা ও আলী বাবা রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।