মৌলভীবাজারে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি না করা এবং নিয়ম অনুযায়ী কাগজপত্র সংরক্ষণ না করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

রোববার দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। 

অভিযানে লিটন এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা এবং মৌলভী ক্যাশ অ্যান্ড ক্যারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ক্রেতাদের ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষ্যে শহরের পশ্চিমবাজার, কুদরত উল্লা রোডসহ বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। 

সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, সকল ব্যবসায়ীকে সঠিক ভাবে পাকা ভাউচার প্রদানপূর্বক ন্যায্য দামে মশলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকবে।