মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল মুর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

সেমিনারে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. মো. আবু তাহের এডভোকেট।

মৌলভীবাজার ক্যাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহীন মিয়ার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।