কুলাউড়ায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় ২২ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম উপজেলার ব্রাহ্মণ বাজার ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদেরকে জরিমানা করা হয়। এ সময় পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্রাহ্মণ বাজারে অবস্থিত নিউ ডায়মন্ড বেকারিকে ১৫ হাজার টাকা ও এস আর ট্রেডার্সকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পুলিশের সদস্যরা সহযোগিতা করে।