মসলায় রং, দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন মসলার মিলে রং মেশানোর অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার শ্রীমঙ্গল উপজেলার সোনার বাংলা রোড ও নতুনবাজারের বিভিন্ন মসলার মিলে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি বলেন, মিল মালিকদের সঙ্গে কথা বললে মসলার সঙ্গে রং মেশানোর বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে তারা স্বীকার করেন।

মসলার মিল মালিকরা জানান, শ্রীমঙ্গলে প্রায় সব মসলার মিলে নিম্নমানের মরিচের সঙ্গে রং মিশ্রণ করা হয়। নিষিদ্ধ ঘোষিত রং মসলাতে মিশ্রণের অপরাধে সোনার বাংলা রোডে অবস্থিত রকিব মসলার মিলকে ২০ হাজার টাকা ও নতুন বাজারে অবস্থিত মাসুম মসলার মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, শ্রীমঙ্গলে সব মসলার মিল মালিকদের মঙ্গলবার ভোক্তা-অধিদপ্তরের জেলা কার্যালয়ে সকাল ১০টার দিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।