কুলাউড়ায় ২ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অপরাধে রেস্টুরেন্টসহ দুটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার উপজেলার রবিরবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্রতিষ্ঠান, মাছ-মাংসের দোকান, রেস্টুরেন্টসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি বলেন, তদারকি অভিযানে রবিরবাজারে অবস্থিত ফুড কেয়ার রেস্টুরেন্টের সার্বিক কার্যক্রমে সন্তষ্টি প্রকাশ করলেও ফ্রিজের মধ্যে বাসি খাবার পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা ও গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখার অপরাধে সুলতানা ভেরাইটিজ স্টোরকে চার হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।