সয়াবিন তেলে কারসাজিতে তিন ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি:
সয়াবিন তেলের দাম নিয়ে কারসা‌জির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা গুণলেন তিন ব্যবসায়ী।

শনিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় কুড়িগ্রাম আদর্শ পৌরবাজারে এ বাজার তদারকি অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার আদর্শ পৌর বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে মুদির ব্যবসায়ী নূর স্টোরকে ১০ হাজার টাকা এবং বোতলজাত তেল ঢেলে অতিরিক্ত দামে খোলা তেল হিসেবে বিক্রি করার অপরাধে শিরিন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে নুরজামান কাঁচামালকে ১ হাজার টাকা জরিমানা করে তদারকি দল।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, তিনটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামসহ সদর থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।

এসআর