চড়া দামে বিক্রি হচ্ছে আগাম শীতের সবজি

ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনার বাজারে পাওয়া যাচ্ছে আগাম শীতের সবজি। তবে দাম বেশ চড়া বলে জানাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা। এছাড়া ডিমের দাম বেড়ে ৫২ টাকা হালিতে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।

নগরীর কয়েকটি বাজারে দেখা গেছে, শীতের আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম আসতে শুরু করেছে। তবে এসব সবজির সর্বনিম্ন দাম ৮০ টাকা চাওয়া হচ্ছে ক্রেতাদের কাছে। নগরীর অভিজাত বাজারখ্যাত ময়লাপোতা সন্ধ্যাবাজার, রূপসা বাজার, কেডিএ নিউ মার্কেট বাজারে বিক্রি হচ্ছে শীতের আগাম এসব সবজি।

বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, বিটকপি ৮০ টাকা, বাঁধাকপি ৭০ থেকে ৮০ টাকা কেজি। এছাড়া ঝিঙে ৫০, বেগুন ৬০, করলা ৬০, কুমড়া ৫০, পেঁপে ৪০ টাকা, পটল ৪০, গাজর ১৫০, শসা ৫০, কচু ৬০ থেকে ৮০ ও টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, পোলট্রির খাবারের দামবৃদ্ধি ও পরিবহন খরচের অজুহাত দেখিয়ে আবার ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন খামারিরা। ৪৪ টাকা হালির ডিম এখন কিনতে হচ্ছে ৫২ টাকায়।